17 অতএব প্রভু সিয়োনের কন্যাদের মাথা কেশহীন করবেন ও মাবুদ তাদের মাথায় টাক পড়াবেন।
18 সেদিন প্রভু তাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার,
19 ঝুম্কা, চুড়ি, ঘোমটা,
20 ললাটভূষণ, পায়ের মল, কোমরের রেশমী ফিতা, আতরের শিশি, বাজু,
21 আংটি ও নাকের নোলক,
22 চিত্রিত কোর্তা, ঘাগরা, শাল, টাকার থলি,
23 আয়না, মসীনার কাপড়, পাগড়ী ও ওড়না কেড়ে নেবেন।