ইশাইয়া 33:20-24 BACIB

20 আমাদের সমস্ত ঈদ পালনের নগর সিয়োনের প্রতি দৃষ্টি কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জেরুশালেমকে দেখবে; তা অটল তাঁবুস্বরূপ, তার গোঁজ কখনও উৎপাটিত হবে না এবং তার কোন দড়ি ছিঁড়বে না।

21 বস্তুত সেখানে মাবুদ সপ্রতাপে আমাদের সহবর্তী হবেন, তা বড় বড় নদনদী ও বিস্তীর্ণ স্রোতোমালার স্থান; সেই স্থানে দাঁড়যুক্ত নৌকা গমনাগমন করবে না ও শক্তিশালী জাহাজ তা পার হয়ে আসবে না।

22 কেননা মাবুদ আমাদের বিচারকর্তা, মাবুদ আমাদের ব্যবস্থাপক, মাবুদ আমাদের বাদশাহ্‌, তিনিই আমাদের নাজাত করবেন।

23 তোমার দড়িগুলো ঢিলা হয়ে পড়েছে, লোকে নিজেদের মাস্তুলের গোড়া শক্ত কিংবা পাল খাটিয়ে দিতে পারে না; তখন বিস্তর লুটের সামগ্রী ভাগ করা হবে; খোঁড়ারাও লুটের মাল নিয়ে যাবে।

24 আর নগরবাসী কেউ বলবে না, আমি অসুস্থ; সেই স্থানের অধিবাসী লোকদের গুনাহ্‌ মাফ করা হবে।