ইশাইয়া 38:14-20 BACIB

14 তালচোঁচ ও সারসের মত আমি চিঁচিঁ আওয়াজ করছিলাম,ঘুঘুর মত কাতরোক্তি করছিলাম;উপর দিকে দৃষ্টিপাত করতে করতে আমার চোখ ক্ষীণ হল;হে মাবুদ, আমি নির্যাতিত, তুমি আমার সহায় হও।

15 আমি কি বলবো? তিনি আমাকে বললেন,এবং নিজেই সাধন করলেন;আমার প্রাণের তিক্ততার কারণে অবশিষ্ট সমস্ত বছর আমি ধীরে ধীরে গমন করবো।

16 হে মালিক, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে,কেবল এতেই আমার রূহের জীবন;আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।

17 দেখ, আমার শান্তির জন্যই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হল;কিন্তু তুমি প্রেমে আমার প্রাণকে বিনাশকূপ থেকে উদ্ধার করলে,তুমি তো আমার সমস্ত গুনাহ্‌ তোমার পিছনে ফেলেছ।

18 পাতাল তো তোমার প্রশংসা-গজল করে না;মৃত্যু তোমার প্রশংসা করে না;পাতালবাসীরা তোমার বিশ্বস্ততার অপেক্ষা করে না।

19 জীবিত, জীবিত লোকই তোমার প্রশংসা-গজল করবে,আমি যেমন আজ করছি;পিতা সন্তানদেরকে তোমার বিশ্বস্ততার কথা জানাবে।

20 মাবুদ আমাকে নিস্তার করবেন;এবং আমরা তারযুক্ত যন্ত্রে কাওয়ালী গাইব,যত দিন জীবিত থাকি, মাবুদের গৃহে গাইব।