ইশাইয়া 46:1-5 BACIB

1 বেল নত হল, নবো উবুড় হয়ে পড়লো;তাদের মূর্তিগুলো জন্তুদের উপরে ও পশুদের উপরে;তোমরা যাদেরকে তুলে নিয়ে বেড়াতে,তারা বোঝা হল, ক্লান্ত পশুর ভার হল।

2 তারা একসঙ্গে উবুড় হল, নত হয়ে পড়লো,বোঝা রক্ষা করতে পারল না,বরং নিজেরা বন্দী হয়ে চলে গেল।

3 হে ইয়াকুবের কুল, হে ইসরাইলকুলের সমস্ত অবশিষ্টাংশ,আমার কথা শোন;গর্ভ থেকে আমি তোমাদেরকে বহন করে আসছি,মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বহন করে আসছি।

4 আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকব,তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত আমিই তুলে বহন করবো;আমিই নির্মাণ করেছি, আমিই বহন করবো;হ্যাঁ, আমিই তুলে বহন করবো, রক্ষা করবো।

5 তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে,কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব?