ইশাইয়া 47:6-12 BACIB

6 আমি আমার লোকবৃন্দের উপরে ক্রুদ্ধ হয়েছিলাম,আমার অধিকার নাপাক করেছিলাম,তোমার হাতে তাদের তুলে দিয়েছিলাম;তুমি তাদের প্রতি রহম কর নি,তোমার জোয়াল অতি ভারী করে বৃদ্ধ লোকের উপরে দিয়েছ।

7 আর তুমি বললে, আমি চিরকাল রাণী থাকব;তাই তুমি এসব বিষয়ে মনোযোগ দাও নি,শেষকালের ফলও বিবেচনা কর নি।

8 অতএব এখন, হে বিলাসিনী! তুমি এই কথা শোন,তুমি নির্ভয়ে বসে আছ, মনে মনে বলছো,আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই,আমি বিধবা হয়ে বসবো না, সন্তান হারাবার ব্যথা পাব না।

9 কিন্তু সন্তান হারানো ও বিধবা হওয়া,এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটবে;তোমার অনেক মায়াবীত্বর ও নানা রকম ইন্দ্রজালের প্রাচুর্য থাকলেওউভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসবে।

10 তুমি তোমার দুষ্টতায় নির্ভর করেছ,তুমি বলেছ, কেউ আমাকে দেখতে পায় না;তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করেছে;তুমি মনে মনে বলেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই।

11 এজন্য দুর্দশা তোমার উপরে আসবে,তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না;তোমার উপরে বিপদ এসে পড়বে,তুমি তার প্রতিবিধান করতে পারবে না;তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে,অথচ তুমি তার কিছু জান না।

12 যে বিবিধ ইন্দ্রজাল ও অনেক মায়াবীত্বের দরুনতুমি বাল্যকাল থেকে পরিশ্রম করে আসছ,এখন সেসব নিয়ে দাঁড়াও;দেখি, যদি উপকার পাও,দেখি, যদি ভয় দেখাতে পার।