9 কিন্তু সন্তান হারানো ও বিধবা হওয়া,এই উভয়ই অকস্মাৎ একই দিনে তোমার প্রতি ঘটবে;তোমার অনেক মায়াবীত্বর ও নানা রকম ইন্দ্রজালের প্রাচুর্য থাকলেওউভয়ই পূর্ণ পরিমাণে তোমার উপরে আসবে।
10 তুমি তোমার দুষ্টতায় নির্ভর করেছ,তুমি বলেছ, কেউ আমাকে দেখতে পায় না;তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপথগামিনী করেছে;তুমি মনে মনে বলেছ, আমিই আছি, আমা ভিন্ন আর কেউ নেই।
11 এজন্য দুর্দশা তোমার উপরে আসবে,তুমি তা মন্ত্রবলে দূর করতে পারবে না;তোমার উপরে বিপদ এসে পড়বে,তুমি তার প্রতিবিধান করতে পারবে না;তোমার উপরে হঠাৎ বিনাশ উপস্থিত হবে,অথচ তুমি তার কিছু জান না।
12 যে বিবিধ ইন্দ্রজাল ও অনেক মায়াবীত্বের দরুনতুমি বাল্যকাল থেকে পরিশ্রম করে আসছ,এখন সেসব নিয়ে দাঁড়াও;দেখি, যদি উপকার পাও,দেখি, যদি ভয় দেখাতে পার।
13 তুমি নিজের অনেক মন্ত্রণায় ক্লান্ত হয়েছ;তবে জ্যোতিষীরা, নক্ষত্রদর্শীরা,যে দৈবজ্ঞেরা প্রতি মাসে ভবিষ্যদ্বাণী করে তারা উঠে বলুক,তোমার প্রতি যা যা ঘটবে, তা থেকে তোমাকে নিস্তার করুক;
14 দেখ, তারা খড়ের মত হল;আগুন তাদের পুড়িয়ে ফেললো;তারা আগুনের শিখার বল থেকে নিজ নিজ প্রাণ উদ্ধার করতে পারবে না;তা উষ্ণ হবার অঙ্গার বা সম্মুখে বসবার আগুন নয়।
15 তুমি যেসব বিষয়ে পরিশ্রম করেছ,সেসব তোমার পক্ষে এরকম হল;যারা তোমার সঙ্গে যৌবন কাল থেকে বাণিজ্য করেছে,তারা প্রত্যেকে নিজ নিজ পথে ভ্রান্ত হল,তোমার নিস্তারকারী কেউ নেই।