12 হে ইয়াকুব, হে আমার আহূত ইসরাইল,আমার কথায় কান দাও;আমিই তিনি, আমি আদি,আবার আমিই অন্ত!
13 আমারই হাত দুনিয়ার ভিত্তিমূল স্থাপন করেছে,আমার ডান হাত আসমান বিস্তার করেছে;আমি তাদেরকে ডাকলে সে সমস্ত একসঙ্গে দাঁড়ায়।
14 তোমরা সকলে একত্র হয়ে শোন,ওদের মধ্যে কে এই সব বিষয়ে আগেই সংবাদ দিয়েছে?মাবুদ ঐ যে ব্যক্তিকে মহব্বত করেন,সে ব্যাবিলনের সম্বন্ধে তাঁর মনোরথ সিদ্ধ করবে,তার বাহু কল্দীয়দের উপরে স্থাপিত হবে।
15 আমি, আমিই কথা বললাম,হ্যাঁ, আমি তাকে আহ্বান করেছি,আমি তাকে আনলাম,আর সে তার পথে কৃতার্থ হবে।
16 তোমরা আমার কাছে এসো,এই কথা শোন, আমি আদি থেকে গোপনে বলি নি;যে সময় থেকে সেই ঘটনা হচ্ছে,সেই সময় থেকে আমি সেই স্থানে বর্তমান।আর এখন সার্বভৌম মাবুদ আমাকে ও তাঁর রূহ্কে প্রেরণ করেছেন।
17 মাবুদ, তোমার মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন,আমি মাবুদ তোমার আল্লাহ্,আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি,তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।
18 আহা! তুমি কেন আমার হুকুমে মনযোগ দাও নি?করলে তোমার শান্তি নদীর মত,তোমার ধার্মিকতা সমুদ্র-তরঙ্গের মত হত;