ইশাইয়া 49:6-12 BACIB

6 তিনি বলেন, এটি লঘু বিষয় যে,তুমি যে ইয়াকুবের বংশগুলোকে উঠাবার জন্য,ইসরাইলের রক্ষাপ্রাপ্ত লোকদেরকে পুনর্বার আনবার জন্য আমার গোলাম হও,আমি তোমাকে জাতিদের দীপ্তিস্বরূপ করবো,যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত আমার উদ্ধারস্বরূপ হও।

7 যে ব্যক্তি মানুষের অবজ্ঞাত,লোকবৃন্দের ঘৃণাস্পদ ও শাসনকর্তাদের গোলাম,তাকে মাবুদ, ইসরাইলের মুক্তিদাতা ও তার পবিত্রতম, এই কথা বলেন,তোমাকে দেখলে বাদশাহ্‌রা উঠে দাঁড়াবে,নেতৃবর্গরা সেজ্‌দা করবে;মাবুদের জন্যই করবে, তিনি তো বিশ্বসনীয়;ইসরাইলের পবিত্রতমের জন্য করবে,তিনি তো তোমাকে মনোনীত করেছেন।

8 মাবুদ এই কথা বলেন,আমি প্রসন্নতার সময়ে তোমার মুনাজাতের উত্তর দিয়েছি,উদ্ধারের দিনে তোমার সাহায্য করেছি;আর আমি তোমাকে রক্ষা করবো,তোমাকে লোকবৃন্দের সন্ধিরূপে দিয়েছি;তাতে তুমি দেশের উন্নতি সাধন করবে,ধ্বংস হয়ে যাওয়া অধিকারগুলো আবার অধিকারে আনবে;

9 তুমি বন্দীদেরকে বলবে, বের হও;যারা অন্ধকারে আছে, তাদেরকে বলবে প্রকাশিত হও।তারা পথে পথে চরবে,গাছপালাহীন উঁচুস্থান তাদের চরাণিস্থান হবে।

10 তারা ক্ষুধিত বা পিপাসিত হবে না;তপ্ত বালুকা বা রৌদ্র দ্বারা আহত হবে না;কেননা যিনি তাদের প্রতি দয়াকারী,তিনি তাদেরকে চরাবেন,পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন।

11 আর আমি আমার সমস্ত পর্বত রাস্তা বানাব,আর আমার সমস্ত রাজপথ উঁচু করা হবে।

12 দেখ, এরা দূর থেকে আসবে;আর দেখ, ওরা উত্তর ও পশ্চিম দিক থেকে আসবে;আর এই লোকেরা সীনীম দেশ থেকে আসবে।