ইশাইয়া 5:9-15 BACIB

9 বাহিনীগণের মাবুদ আমাকে জানিয়ে বলেন, নিশ্চয়ই অনেক বাড়ি ধ্বংসস্থান হবে, বড় ও সুন্দর হলেও সেই স্থানে কেউ বাস করবে না।

10 কারণ দশ বিঘা আঙ্গুর-ক্ষেতে এক বাৎ আঙ্গুর-রস উৎপন্ন হবে,ও এক হোমর বীজে এক ঐফা মাত্র শস্য উৎপন্ন হবে।

11 ধিক্‌ তাদেরকে, যারা খুব সকালে ওঠে,যেন সুরা পান করতে পারে;যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে,যতক্ষণ না আঙ্গুর-রস তাদেরকে উত্তপ্ত করে!

12 বীণা ও নেবল, তবল ও বাঁশী ও আঙ্গুর-রস,এসব তাদের ভোজে বিদ্যমান;কিন্তু তারা মাবুদের কাজ লক্ষ্য করে না,তাঁর হাতের কাজ দেখলো না।

13 এই কারণে আমার লোকেরা জ্ঞানের অভাবের দরুন বন্দী হিসেবে নীত হয়, তাদের নেতৃবর্গ ক্ষুধার্ত ও তাদের জনগণ তৃষ্ণায় নিঃশেষিত হয়।

14 এই কারণ পাতাল তার উদর বিস্তার করেছে, অপরিমিতরূপে মুখ খুলে হা করেছে; আর ওদের আভিজাত্য, ওদের লোকারণ্য, ওদের কলহ এবং যারা ওদের মধ্যে উল্লাস করে সকলে সেখানে নেমে যাচ্ছে।

15 আর সামান্য লোক অধোমুখ হয়,মান্য লোক অবনত হয় এবংঅহংকারীদের দৃষ্টি অবনত হয়।