1 মাবুদ এই কথা বলেন,আমি যে তালাক-নামা দ্বারা তোমাদের মাকে ত্যাগ করেছি,তার সেই তালাক-নামা কোথায়?কিংবা আমার মহাজনদের মধ্যে কার কাছে তোমাদের বিক্রি করেছি?দেখ, তোমাদের অপরাধের দরুন তোমাদের বিক্রি করা হয়েছে,এবং তোমাদের অধর্মের দরুন তোমাদের মা পরিত্যক্তা হয়েছে।
2 আমি আসলে কেউ উপস্থিত হল না কেন?আমি ডাকলে কেউ উত্তর দিল না কেন?আমার হাত কি এমন সংকীর্ণ হয়েছে যে,আমি মুক্ত করতে পারি না?আমার কি উদ্ধার করার ক্ষমতা নেই?দেখ, আমি ধমক সমুদ্র শুকিয়ে ফেলি,নদনদী মরুভূমিতে পরিণত করি,সেখানকার সমস্ত মাছ পানির অভাবে দুর্গন্ধযুক্ত হয়,পিপাসায় মারা পড়ে।
3 আমি আসমানকে কালিমা পরাই,চট তার আচ্ছাদন করি।
4 আল্লাহ্ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন,কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়;যেন আমি বুঝতে পারি,তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন,আমার কান সজাগ করেন,যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।
5 সার্বভৌম মাবুদ আমার কান খুলে দিয়েছেনএবং আমি বিরুদ্ধাচারী হই নি,পিছিয়ে যাই নি।
6 আমি প্রহারকদের প্রতি আমার পিঠ,যারা দাড়ি উপড়িয়েছে,তাদের প্রতি আমার গাল পেতে দিলাম,অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।