ইশাইয়া 55:1-5 BACIB

1 হে পিপাসিত সমস্ত লোক,তোমরা পানির কাছে এসো;যার টাকা নেই, আসুক;তোমরা এসো, খাদ্য ক্রয় কর, ভোজন কর;হ্যাঁ, এসো, বিনা টাকায় খাদ্য,বিনা মূল্যে আঙ্গুর-রস ও দুধ ক্রয় কর।

2 কেন অখাদ্যের জন্য টাকা খরচ করছো,যাতে তৃপ্তি নেই, তার জন্য স্ব স্ব শ্রমফল দিচ্ছ?শোন, আমার কথা শোন, উত্তম খাবার ভোজন কর,পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক।

3 কান দাও, আমার কাছে এসো;শোন, তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে;আর আমি তোমাদের সঙ্গে একটি নিত্যস্থায়ী নিয়ম করবো,দাউদের প্রতি কৃত অটল রহম স্থির করবো।

4 দেখ, আমি তাকে জাতিদের সাক্ষী হিসেবে, জাতিদের নায়ক ও হুকুমদাতা হিসেবে নিযুক্ত করলাম।

5 দেখ, তুমি যে জাতিকে জান না, তাকে আহ্বান করবে; যে জাতি তোমাকে জানত না, সে তোমার কাছে দৌড়ে আসবে; এটা তোমার আল্লাহ্‌ মাবুদের জন্য, ইসরাইলের পবিত্রতমের হেতু ঘটবে, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।