1 উঠ, আলোকিত হও, কেননা তোমার আলো উপস্থিত,মাবুদের মহিমা তোমার উপরে উদিত হল।
2 কেননা, দেখ, অন্ধকার দুনিয়াকে,ঘোর অন্ধকার জাতিদেরকে আচ্ছন্ন করছে,কিন্তু তোমার উপরে মাবুদ উদিত হবেনএবং তাঁর মহিমা তোমার উপরে দৃষ্ট হবে।
3 আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।
4 তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।