11 আর তোমার তোরণদ্বারগুলো সব সময় খোলা থাকবে,দিনে বা রাতে কখনও বন্ধ থাকবে না;জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আনা যাবে,আর তাদের বাদশাহ্দেরকেও সঙ্গে আনা যাবে।
12 কারণ যে জাতি বা রাজ্য তোমার গোলামী স্বীকার না করবে,তা বিনষ্ট হবে;হ্যাঁ, সেই জাতিরা নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে।
13 লেবাননের গৌরব তোমার কাছে আসবে,দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে,আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে,এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।
14 আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।
15 তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে,তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না,তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র,বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো।
16 আর তুমি জাতিদের দুধ পান করবে,এবং বাদশাহ্দের স্তন চুষবে;আর জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।
17 আমি ব্রোঞ্জের পরিবর্তে সোনা এবং লোহার পরিবর্তে রূপা আনবো,কাঠের পরিবর্তে ব্রোঞ্জ ও পাথরের পরিবর্তে লোহা আনবো;আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ্য করবো,ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করবো।