ইশাইয়া 60:13-19 BACIB

13 লেবাননের গৌরব তোমার কাছে আসবে,দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে,আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে,এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।

14 আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্‌দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।

15 তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে,তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না,তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র,বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো।

16 আর তুমি জাতিদের দুধ পান করবে,এবং বাদশাহ্‌দের স্তন চুষবে;আর জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।

17 আমি ব্রোঞ্জের পরিবর্তে সোনা এবং লোহার পরিবর্তে রূপা আনবো,কাঠের পরিবর্তে ব্রোঞ্জ ও পাথরের পরিবর্তে লোহা আনবো;আর আমি শান্তিকে তোমার অধ্যক্ষ্য করবো,ধার্মিকতাকে তোমার শাসনকর্তা করবো।

18 আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা,তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা;কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে,তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।

19 সূর্য আর দিনে তোমার জ্যোতি হবে না,আলোর জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দেবে না,কিন্তু মাবুদই তোমার চিরকালের জ্যোতি হবেন,তোমার আল্লাহ্‌ই তোমার ভূষণ হবেন।