ইশাইয়া 60:3-9 BACIB

3 আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে,বাদশাহ্‌রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।

4 তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।

5 তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে,তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে;কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে,জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।

6 তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।

7 কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে,নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে;আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে,আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।

8 ওই কারা উড়ে আসছে,মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত?

9 সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে,তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে,দূর থেকে তোমার সন্তানদের আনবে,তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে,তোমার আল্লাহ্‌ মাবুদের নামের জন্য,ইসরাইলের পবিত্রতমের জন্য,কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।