ইশাইয়া 60:6-12 BACIB

6 তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।

7 কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে,নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে;আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে,আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।

8 ওই কারা উড়ে আসছে,মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত?

9 সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে,তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে,দূর থেকে তোমার সন্তানদের আনবে,তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে,তোমার আল্লাহ্‌ মাবুদের নামের জন্য,ইসরাইলের পবিত্রতমের জন্য,কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।

10 আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে,তাদের বাদশাহ্‌রা তোমার পরিচর্যা করবে;কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি,কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।

11 আর তোমার তোরণদ্বারগুলো সব সময় খোলা থাকবে,দিনে বা রাতে কখনও বন্ধ থাকবে না;জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আনা যাবে,আর তাদের বাদশাহ্‌দেরকেও সঙ্গে আনা যাবে।

12 কারণ যে জাতি বা রাজ্য তোমার গোলামী স্বীকার না করবে,তা বিনষ্ট হবে;হ্যাঁ, সেই জাতিরা নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে।