1 উনি কে, যিনি ইদোম থেকে আসছেন,রক্তরঞ্জিত পোশাক পরে বস্রা থেকে আসছেন?উনি কে, যিনি তাঁর পরিচ্ছদে মহিমান্বিত,তাঁর মহা শক্তিতে চলে আসছেন?‘এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন,ও যিনি উদ্ধার করণে বলবান।’
2 আপনার কোর্তা রক্তমাখা কেন?আপনার পোশাক কুণ্ডে আঙ্গুরদলনকারীর পোশাকের মত কেন?
3 ‘আমি কুণ্ডের আঙ্গুর একাকী দলন করেছি,জাতিদের মধ্যে কেউই আমার সঙ্গে ছিল না।আমি ক্রোধে তাদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাড়াই করলাম;আর তাদের রক্তের ছিটা আমার পোশাকে লাগল,আমার সমস্ত কাপড় কলঙ্কিত করলাম।
4 কেননা প্রতিশোধের দিন আমার হৃদয়ে রয়েছে,ও আমার মুক্ত লোকদের বছর আসল।
5 আমি দেখলাম, কিন্তু সহকারী কেউ ছিল না;আমি আশ্চর্য হলাম, কেননা সহায় কেউ ছিল না;তাই আমারই বাহু আমার জন্য উদ্ধার সাধন করলো,ও আমার কোপই আমাকে তুলে ধরলো।
6 আর আমি ক্রোধে জাতিদেরকে দলন করলাম,ক্রুদ্ধ হয়ে তাদেরকে মাতাল করলাম,মাটিতে তাদের রক্তপাত করলাম।’
7 আমি মাবুদের নানা রকম অটল মহব্বত ঘোষণা করবো; মাবুদ আমাদের যেসব করুণা করেছেন এবং তাঁর নানা রকম বিশ্বস্ততার মহব্বত অনুসারে ইসরাইল-কুলের যে প্রচুর মঙ্গল করেছেন, সেই অনুসারে আমি মাবুদের প্রশংসা করবো।