ইশাইয়া 9:3-9 BACIB

3 তুমি সেই জাতির বৃদ্ধি করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার সাক্ষাতে শস্য কাটার সময়ের মত আহ্লাদ করে, যেমন লুট ভাগ করার সময়ে লোকেরা উল্লসিত হয়।

4 কারণ তুমি তার ভাড়ের জোয়াল, তার কাঁধের বাঁক, তার জুলুমবাজের দণ্ড ভেঙ্গে ফেলেছ, যেমন মাদিয়ানের দিনে করেছিলে।

5 বস্তুত তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে ভেজা কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তা আগুনের খাদ্য হবে।

6 কারণ একটি বালক আমাদের জন্য জন্মেছেন,একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে;আর তাঁরই কাঁধের উপরে কর্তৃত্বভার থাকবেএবং তাঁর নাম হবে ‘আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী আল্লাহ্‌, নিত্যস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্‌’।

7 দাউদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধিরও শান্তির সীমা থাকবে না, যেন তা সুস্থির ও সুদৃঢ় করা হয়,ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে,এখন থেকে অনন্তকাল পর্যন্ত।বাহিনীগণের মাবুদের গভীর আগ্রহ তা সম্পন্ন করবে।

8 প্রভু ইয়াকুবের কাছে একটি নির্দেশ প্রেরণ করেছেন, তা ইসরাইলের উপর পড়েছে।

9 আর দেশের সমস্ত লোক, আফরাহীম ও সামেরিয়া নিবাসীরা, তা জানতে পারবে; তারা অহংকারে ও অন্তরের গর্বে বলছে,