মথি 12:14-20 BACIB

14 পরে ফরীশীরা বাইরে গিয়ে কিভাবে তাঁকে বিনষ্ট করতে পারে তাঁর বিরুদ্ধে সেই পরামর্শ করতে লাগল।

15 ঈসা তা জেনে সেখান থেকে চলে গেলেন; অনেক লোক তাঁর পিছনে পিছনে গেল, আর তিনি সকলকে সুস্থ করলেন,

16 এবং এই দৃঢ় হুকুম দিলেন, তোমরা আমার পরিচয় দিও না।

17 —যেন ইশাইয়া নবীর মধ্য দিয়ে নাজেল হওয়া এই কালাম পূর্ণ হয়,

18 “দেখ, আমার গোলাম,তিনি আমার মনোনীত,আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে প্রীত,আমি তাঁর উপরে আমার রূহ্‌কে স্থাপনকরবো,আর তিনি জাতিদের কাছে ন্যায়বিচারতবলিগকরবেন।

19 তিনি কলহ করবেন না,উচ্চশব্দও করবেন না,পথে কেউ তাঁর কণ্ঠস্বর শুনতেপাবে না।

20 তিনি থেৎলা নল ভাঙ্গবেন না,সধূম শলতে নিভিয়ে ফেলবেন না,যে পর্যন্ত না ন্যায়বিচার বিজয়লাভ করে।