মথি 4 BACIB

ঈসা মসীহের পরীক্ষা

1 তখন ঈসা ইবলিস দ্বারা পরীক্ষিত হবার জন্য, পাক-রূহের পরিচালনায় মরুভূমিতে নীত হলেন।

2 আর চল্লিশ দিন ও চল্লিশ রাত রোজা রাখার পর তাঁর খিদে পেল।

3 তখন শয়তান পরীক্ষা করার জন্য কাছে এসে তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্‌র পুত্র হও, তবে বলো, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।

4 কিন্তু জবাবে তিনি বললেন, লেখা আছে,“মানুষ কেবল রুটিতে বাঁচবে না,কিন্তু আল্লাহ্‌র মুখ থেকে যে প্রত্যেককালাম বের হয়,তাতেই বাঁচবে।”

5 তখন শয়তান তাঁকে পবিত্র নগরে নিয়ে গেল এবং বায়তুল-মোকাদ্দসের চূড়ার উপরে দাঁড় করালো,

6 আর তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্‌র পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়ে পড়, কেননা লেখা আছে,“তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমারবিষয়ে হুকুম দেবেন,আর তাঁরা তোমাকে হাতে করে তুলেনেবেন,পাছে তোমার পায়ে পাথরের আঘাতলাগে।”

7 ঈসা তাকে বললেন, আবার লেখা আছে,“তুমি তোমার আল্লাহ্‌ মালিকের পরীক্ষা করো না।”

8 আবার শয়তান তাঁকে খুব উঁচু একটি পর্বতে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও সেই সবের প্রতাপ দেখালো,

9 আর তাঁকে বললো, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে সেজ্‌দা কর, এ সবই আমি তোমাকে দেব।

10 তখন ঈসা তাঁকে বললেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে,“তোমার মালিক আল্লাহ্‌কেই সেজদাকরবে,কেবল তাঁরই এবাদত করবে।”

11 তখন শয়তান তাঁর কাছ থেকে চলে গেল, আর দেখ, ফেরেশতারা কাছে এসে তাঁর পরিচর্যা করতে লাগলেন।

গালীলে ঈসা মসীহের সেবা-কাজের আরম্ভ

12 পরে ঈসা শুনতে পেলেন যে, ইয়াহিয়াকে কারাগারে বন্দী করা হয়েছে, তখন তিনি গালীলে চলে গেলেন;

13 আর নাসরত ত্যাগ করে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালি অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;

14 যেন নবী ইশাইয়ার মধ্য দিয়ে যে কালাম নাজেল হয়েছিল তা পূর্ণ হয়,

15 “সবূলূন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রেরপথে,জর্ডান নদীর অন্য পারে, অ-ইহুদীদেরগালীল,

16 যে জাতি অন্ধকারে বসে ছিল,তারা মহা আলো দেখতে পেল,যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল,তাদের উপরে আলো উদিত হল।”

17 সেই সময় থেকে ঈসা তবলিগ করতে আরম্ভ করলেন; বলতে লাগলেন, ‘মন ফিরাও, কেননা বেহেশতী-রাজ্য সন্নিকট’।

ঈসা মসীহ্‌ তাঁর প্রথম সাহাবীকে আহ্বান করেন

18 একদিন তিনি গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে শিমোন, যাকে পিতর বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছেন, কারণ তাঁরা জেলে ছিলেন।

19 তিনি তাঁদেরকে বললেন, আমাকে অনুসরণ কর।

20 আমি তোমাদেরকে মানুষ ধরা জেলে করবো। আর তখনই তাঁরা তাদের জাল পরিত্যাগ করে তাঁর পিছনে চললেন।

21 পরে তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে সিবদিয়ের পুত্র ইয়াকুব ও ইউহোন্না নামে দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় জাল সারছিলেন। ঈসা তাঁদেরকে ডাকলেন।

22 আর তখনই তাঁরা নৌকা ও তাঁদের পিতাকে পরিত্যাগ করে তাঁর পিছনে চললেন।

ঈসা মসীহ্‌ অনেক লোককে সুস্থ করেন

23 পরে ঈসা সারা গালীলে ভ্রমণ করতে লাগলেন; তিনি লোকদের বিভিন্ন মজলিস-খানায় উপদেশ দিলেন, বেহেশতী-রাজ্যের সুসমাচার তবলিগ করলেন এবং লোকদের সমস্ত রকম রোগ ও সমস্ত রকম অসুস্থতা থেকে তাদের সুস্থ করলেন।

24 আর তাঁর কথা সারা সিরিয়া দেশে ছড়িয়ে পড়লো এবং নানা রকম রোগ ও ব্যাধিতে কষ্ট পাওয়া সমস্ত অসুস্থ লোক, বদ-রূহে পাওয়া লোক ও মৃগীরোগী ও পক্ষাঘাতগ্রস্ত লোকদের তাঁর কাছে আনা হল, আর তিনি তাদেরকে সুস্থ করলেন।

25 আর গালীল, দিকাপলি, জেরুশালেম, এহুদিয়া ও জর্ডান নদীর অন্য পার থেকে অনেক লোক এসে তাঁর পিছনে পিছনে চলতে লাগল।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28