মথি 4:7-13 BACIB

7 ঈসা তাকে বললেন, আবার লেখা আছে,“তুমি তোমার আল্লাহ্‌ মালিকের পরীক্ষা করো না।”

8 আবার শয়তান তাঁকে খুব উঁচু একটি পর্বতে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও সেই সবের প্রতাপ দেখালো,

9 আর তাঁকে বললো, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে সেজ্‌দা কর, এ সবই আমি তোমাকে দেব।

10 তখন ঈসা তাঁকে বললেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে,“তোমার মালিক আল্লাহ্‌কেই সেজদাকরবে,কেবল তাঁরই এবাদত করবে।”

11 তখন শয়তান তাঁর কাছ থেকে চলে গেল, আর দেখ, ফেরেশতারা কাছে এসে তাঁর পরিচর্যা করতে লাগলেন।

12 পরে ঈসা শুনতে পেলেন যে, ইয়াহিয়াকে কারাগারে বন্দী করা হয়েছে, তখন তিনি গালীলে চলে গেলেন;

13 আর নাসরত ত্যাগ করে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালি অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;