18 সদাপ্রভু সেই দিনই অব্রামের জন্য এই বলে একটা ব্যবস্থা স্থাপন করলেন, “মিসরের নদী থেকে আরম্ভ করে মহানদী ইউফ্রেটিস পর্যন্ত সমস্ত দেশটা আমি তোমার বংশকে দিলাম।
19 এর মধ্যে থাকবে কেনীয়, কনিষীয়, কদ্মোনীয়,
20 হিত্তীয়, পরিষীয়, রফায়ীয়,
21 ইমোরীয়, কনানীয়, গির্গাশীয় ও যিবূষীয়দের দেশ।”