আদিপুস্তক 19:34 SBCL

34 পরের দিন বড়টি ছোটটিকে বলল, “দেখ, কাল রাতে আমি বাবার সংগে শুয়েছিলাম। চল, আজ রাতেও তাঁকে তেমনি করে মাতাল করি, তারপর তুমি গিয়ে তাঁর সংগে শোবে। তাহলে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারব।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 19

প্রেক্ষাপটে আদিপুস্তক 19:34 দেখুন