25 রাহেলের দাসী বিল্হার গর্ভে জন্মেছিল দান আর নপ্তালি।
26 লেয়ার দাসী সিল্পার গর্ভে জন্মেছিল গাদ আর আশের। পদ্দন-অরামে যাকোবের এই সব ছেলেদের জন্ম হয়েছিল।
27 শেষে যাকোব কিরিয়ৎ-অর্বের, অর্থাৎ হিব্রোণের কাছে মম্রি শহরে তাঁর বাবা ইস্হাকের কাছে আসলেন। এই এলাকাতেই অব্রাহাম ও ইস্হাক বাস করতেন।
28 ইস্হাক একশো আশি বছর বেঁচে ছিলেন।
29 একটি পরিপূর্ণ জীবন কাটিয়ে তিনি বুড়ো বয়সে মারা গিয়ে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁর ছেলে এষৌ আর যাকোব তাঁকে কবর দিলেন।