আদিপুস্তক 49:14-20 SBCL

14 “ইষাখর যেন একটা শক্তিশালী গাধা।তার শোবার জায়গা হবে ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে।

15 সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের,তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবেআর দাসের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।

16 “দান ইস্রায়েলের একটা গোষ্ঠী হিসাবেতার লোকদের বিচার করবে।

17 সে হবে চলার পথের সাপ, ভয়ংকর বিষাক্ত সাপ;সে ঘোড়ার পায়ে ছোবল মারবে,আর ঘোড়সওয়ার উল্টে পিছন দিকে পড়ে যাবে।

18 “হে সদাপ্রভু, তুমি উদ্ধার করবেআমি সেই অপেক্ষায় আছি।

19 “গাদকে সৈন্যের দল আক্রমণ করবে,কিন্তু সে-ও তাদের পাল্টা আক্রমণ করবে।

20 “আশেরের জমিতে প্রচুর পরিমাণে ভাল ফসল জন্মাবে;সে রাজার উপযুক্ত খাবার যোগান দেবে।