31 মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্যআর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
32 সমাজের মধ্যে তারা তাঁর গৌরব করুক,বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক।
33 তিনি নদীগুলোকে মরু-এলাকা করে ফেলেন,ফোয়ারাকে করে ফেলেন শুকনা জমি,
34 আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ।যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যইতিনি এই সব করেন।
35 তিনি মরু-এলাকাকে পুকুর করে ফেলেনআর শুকনা জায়গাকে করে ফেলেন ফোয়ারা।
36 খিদেয় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান;তারা সেখানে শহর গড়ে তোলে।
37 তারা ক্ষেতে বীজ বোনে, আংগুর গাছ লাগায়,আর প্রচুর ফসল ফলায়।