3 হে সদাপ্রভু, আমার মুখের উপর তুমি পাহারা বসাও,আমার ঠোঁটের দরজা তুমি চৌকি দাও।
4 আমার মনকে কোন মন্দ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না,যাতে অন্যায়কারীদের সংগে মন্দ কাজে আমি অংশ না নিই;তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।
5 একজন ঈশ্বরভক্ত লোক আমাকে আঘাত করুন,সেটা হবে বিশ্বস্ততা।তিনি আমাকে বকুনি দিন,সেটা হবে আমার মাথায় তেল দেওয়ার মত;আমার মাথা তা অগ্রাহ্য না করুক।কিন্তু আমার প্রার্থনা সব সময়অন্যায়কারীদের কাজের বিরুদ্ধে থাকবে।
6 তাদের শাসনকর্তাদের খাড়া পাহাড়ের উপর থেকেনীচে ফেলে দেওয়া হবে;তখন তারা আমার কথায় কান দেবে, কারণ তা মধুর।
7 মানুষ চাষ করে যেমন মাটি ভেংগে ফেলেতেমনি করেই আমাদের হাড়গুলো মৃতস্থানের মুখেছড়িয়ে দেওয়া হয়েছে।
8 কিন্তু হে প্রভু সদাপ্রভু, আমার চোখ তোমার দিকে রয়েছে;আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি,আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
9 তারা আমার জন্য যে জাল পেতেছেতা থেকে আমাকে রক্ষা কর;অন্যায়কারীদের পাতা ফাঁদ থেকে আমাকে রক্ষা কর।