2 সদাপ্রভুই যিরূশালেমকে গড়ে তোলেন;দূর করে দেওয়া ইস্রায়েলীয়দের তিনিই জড়ো করেন।
3 যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন;তাদের সব ঘা তিনিই বেঁধে দেন।
4 তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন,তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
5 আমাদের প্রভু মহান, তাঁর শক্তি প্রচুর;তাঁর জ্ঞান-বুদ্ধির সীমা নেই।
6 সদাপ্রভু নম্র লোকদের ধরে রাখেন,কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।
7 তোমরা সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদের গান গাও;বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও।
8 তিনি আকাশ মেঘে ঢাকেন;তিনি পৃথিবীর জন্য বৃষ্টির ব্যবস্থা করেনআর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।