2 কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে,তোমার হাত আমাকে চেপে রেখেছে।
3 তোমার ক্রোধের ফলে আমার দেহ স্বাস্থ্যহীন,পাপের জন্য আমার হাড়ও সুস্থ নয়।
4 আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি;তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না।
5 আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে,তাতে পচন ধরেছে।
6 আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি;সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।
7 আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,আমার দেহ স্বাস্থ্যহীন।
8 আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,অন্তরের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।