2-3 যদিও বা পৃথিবী কেঁপে ওঠে,পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠেআর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে,তবুও আমরা ভয় করব না। [সেলা]
4 একটা নদী আছে যার নানা স্রোতের ধারাঈশ্বরের শহরকে আনন্দময় করে তোলে,আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গাযেখানে মহান ঈশ্বর থাকেন।
5 ঈশ্বর সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে;দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।
6 জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে;তিনি গর্জন করে ওঠেন, পৃথিবী গলে যায়।
7 সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আমাদের সংগে আছেন;যাকোবের ঈশ্বরই আমাদের দুর্গ। [সেলা]
8 এস, সদাপ্রভুর বিভিন্ন কাজ দেখ-তিনি পৃথিবীতে ধ্বংস এনেছেন,
9 তিনি পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করেন,তিনি ধনুক ভাংগেন,তিনি বর্শা টুকরা টুকরা করেন,তিনি রথ আগুনে পোড়ান।