1 হে ঈশ্বর, আমার প্রার্থনায় কান দাও;আমার মিনতির সামনে তুমি নিজেকে লুকিয়ে রেখো না।
2-3 আমার দিকে দেখ, আমাকে উত্তর দাও;আমার শত্রুর কথার বিষে আর দুষ্টদের অত্যাচারেআমি দুর্দশায় অস্থির হয়েছি এবং কোঁকাচ্ছি।তাদের মন্দ কাজ দ্বারা তারা আমার উপর বিপদ ডেকে এনেছে,আর রাগে আমার উপর অত্যাচার করেছে।
4 এতে আমার অন্তর মোচড় দিয়ে উঠছে;মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে।
5 আমাকে ভয় আর কাঁপুনিতে ধরেছে;ভীষণ ভয়ে আমি ডুবে আছি।
6 আমি বলেছি, “হায়, যদি পাখীর মত আমার ডানা থাকত!তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম পেতাম।