1 পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2 তাঁর গৌরব-গান গাও;তাঁকে যোগ্য প্রশংসা দান কর।
3 ঈশ্বরকে বল, “তোমার কাজ দেখেমনে কত ভয় ও ভক্তি জাগে।তোমার মহাশক্তির সামনেতোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
4 দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার যোগ্য সম্মান দেবে;তোমার উদ্দেশে তারা প্রশংসা-গান করবে;তারা তোমার প্রশংসার গান গাইবে।” [সেলা]
5 তোমরা এসে ঈশ্বরের কাজ দেখে যাও;মানুষের জন্য তিনি যে কাজ করেছেনতা মনে ভক্তিপূর্ণ ভয় জাগায়।
6 তিনি সমুদ্রকে করেছিলেন শুকনা ভূমি;তারা পায়ে হেঁটে নদী পার হয়েছিল।এস, আমরা দেশের মধ্যে তাঁকে নিয়ে আনন্দ করি।
7 তাঁর শক্তিতেই তিনি চিরকাল রাজত্ব করেন;তাঁর চোখ সব জাতির উপর রয়েছে।যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]