24 তাই আমি বলেছি, “হে আমার ঈশ্বর,তোমার দেওয়া আয়ুর মাঝখানেআমাকে তুমি নিয়ে যেয়ো না;চিরকাল ধরেই তো তুমি আছ।
25 অনেক কাল আগে তুমি পৃথিবীর ভিত্তি গেঁথেছিলে;মহাকাশও তোমার হাতে গড়া।
26 সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে।কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে;সেগুলো তুমি কাপড়ের মতই বদলে দেবে,আর তা বাতিল হয়ে যাবে।
27 কিন্তু তুমি একই রকম থাকবে;তোমার জীবনকাল কখনও শেষ হবে না।