4 তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল ভালবাসা ও মমতায় ঘিরে রাখেন।
5 যা মংগল আনে তেমন সব জিনিস দিয়েতিনি তোমাকে তৃপ্ত করেন;তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।
6 সদাপ্রভু উচিত কাজ করেন;তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।
7 কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মোশিকে জানিয়েছেন;তাঁর কাজ তিনি ইস্রায়েলীয়দের দেখতে দিয়েছেন।
8 সদাপ্রভু মমতায় পূর্ণ ও দয়াময়;তিনি সহজে অসন্তুষ্ট হন না,তাঁর অটল ভালবাসার সীমা নেই।
9 তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,চিরকাল ক্রোধ পুষে রাখেন না।
10 আমাদের পাপের শাস্তি যতটা আমাদের পাওনাততটা তিনি আমাদের দেন না;আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।