গীতসংহিতা 104:4-10 SBCL

4 তুমি বাতাসকে তোমার দূত করেছ;জ্বলন্ত আগুনকে করেছ তোমার দাস।

5 তুমি পৃথিবীকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ;তা কখনও নড়বে না।

6 তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মত করেসাগরের জল দিয়ে ঢেকেছিলে;পাহাড়-পর্বতও সেই জলে ঢাকা ছিল।

7 কিন্তু সেই জল তোমার হুকুমে চলে গেল;তা ছুটে চলে গেল তোমার গর্জনে।

8 পাহাড়-পর্বত আরও উঁচু হয়ে উঠল,সব উপত্যকা আরও নীচু হয়ে গেল;তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্তগিয়ে পৌঁছাল।

9 এইভাবে তুমি জলের সীমানা ঠিক করে দিয়েছ,যাতে জল আর কখনও সীমানা ডিংগিয়েপৃথিবীকে ঢেকে না ফেলে।

10 উপত্যকার মধ্যে তুমিই জলের ফোয়ারা পাঠাও;সেই জল পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।