15 বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”
16 তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেনআর তাদের খাবারের অভাব ঘটালেন;
17 তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।
18 বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।
19 তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারেতাঁর পরীক্ষা চলছিল।
20 রাজার আদেশে তাঁর শিকল খুলে দেওয়া হল;সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন।
21 তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন,