গীতসংহিতা 106:2-8 SBCL

2 সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে?তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?

3 ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখেআর সব সময় ন্যায় কাজ করে।

4 হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময়আমাকে ভুলে যেয়ো না;তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।

5 এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই,তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,আর যারা তোমার সম্পত্তিতার অংশ হিসাবে গর্ব করতে পারি।

6 আমাদের পূর্বপুরুষদের মত আমরাও পাপ করেছি;আমরা অন্যায় করেছি, মন্দভাবে চলেছি।

7 মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরাতোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি;তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি;তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।

8 তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।