1 হে ঈশ্বর আমি তোমার গৌরব করি;তুমি চুপ করে থেকো না।
2 দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে;তাদের মিথ্যাবাদী জিভ্ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে।
3 তারা আমাকে ঘৃণার কথা দিয়ে ঘিরে ফেলেছে,বিনা কারণে আমাকে আক্রমণ করেছে।
4 আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে,কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি।