23 বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি;পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।
24 না খেয়ে খেয়ে আমার হাঁটু দুর্বল হয়েছে;আমার দেহ রোগা হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে।
25 আমার বিপক্ষদের কাছে আমি ঠাট্টার পাত্র হয়েছি;তারা আমাকে দেখে মাথা নাড়ে।
26 হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমাকে সাহায্য কর;তোমার অটল ভালবাসার দরুন আমাকে রক্ষা কর।
27 তারা জানুক এ তোমারই কাজ;তুমিই, হে সদাপ্রভু, এই কাজ করেছ।
28 তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ কোরো;তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে,কিন্তু তোমার দাস আনন্দিত হবে।
29 আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক,আর লজ্জা চাদরের মত তাদের দেহে জড়িয়ে থাকুক।