3 তা দেখে লোহিত সাগর পালিয়ে গেল,যর্দন নদী উজানে বইল,
4 আর বড় বড় পাহাড় ভেড়ার মত,ছোট ছোট পাহাড় ভেড়ার বাচ্চার মত লাফাতে লাগল।
5 ওহে সাগর, কি হল তোমার?কেন তুমি পালিয়ে গেলে?ওহে যর্দন, কেন তুমি উজানে বইলে?
6 ওহে বড় বড় পাহাড়, কেন তোমরা ভেড়ার মতলাফাতে লাগলে?ওহে ছোট ছোট পাহাড়, কেন লাফাতে লাগলেভেড়ার বাচ্চার মত?
7 হে পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠো।