5 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে কিন্তু দেখতে পায় না;
6 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না।
7 তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না,পা আছে কিন্তু হাঁটতে পারে না,গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
8 যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করেতারাও ঐ সব প্রতিমার মত হবে।
9 হে ইস্রায়েলীয়েরা, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
10 হে হারোণের বংশ, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।
11 হে সদাপ্রভুর ভক্তেরা, সদাপ্রভুর উপর নির্ভর কর- তিনিই তাদের সাহায্যকারী ও ঢাল।