49 তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছতা মনে করে দেখ;তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
50 তোমার বাক্য যে আমাকে নতুন শক্তি দেয়,কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।
51 অহংকারীরা আমাকে খুব ঠাট্টা-বিদ্রূপ করে,কিন্তু আমি তোমার নির্দেশ থেকে একটুও সরে যাই নি।
52 হে সদাপ্রভু, অনেক কাল আগে দেওয়াতোমার আইন-কানুনের কথা আমি মনে করিআর নিজেকে সান্ত্বনা দিই।
53 দুষ্ট লোকদের দুষ্টতা দেখে ভীষণ রাগ আমাকে পেয়ে বসেছে;তারা তো তোমার নির্দেশ ত্যাগ করেছে।
54 আমি যতদিন এই পৃথিবীর বাসিন্দা হয়ে আছিততদিন তোমার নিয়মগুলোই হবে আমার গানের বিষয়।
55 হে সদাপ্রভু, আমি তোমার নির্দেশ মেনে চলি,আর রাতে তোমার কথা মনে করি।এটাই আমার অভ্যাস যে,