65 হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারেতোমার এই দাসের তুমি মংগল করেছ।
66 আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয়সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও;তোমার সব আদেশের উপর আমি নির্ভর করি।
67 কষ্ট পাবার আগে আমি বিপথে ছিলাম,কিন্তু এখন আমি তোমার বাক্যের বাধ্য হয়েছি।
68 তুমি মংগলময় আর মংগলই করে থাক;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।
69 অহংকারীরা মিথ্যা দিয়ে আমাকে ঢেকে দিয়েছেকিন্তু আমি মন-প্রাণ দিয়ে তোমার নিয়ম-কানুন পালন করি।
70 তাদের অন্তর চর্বির মত অসাড়,কিন্তু আমি তোমার সমস্ত নির্দেশে আনন্দ পাই।
71 আমি যে কষ্ট পেয়েছি তা আমার পক্ষে ভালই হয়েছে;তাতে আমি তোমার নিয়ম শিখতে পারছি।