1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোন, আমার মিনতির কান্নায় তুমি কান দাও;তোমার বিশ্বস্ততা ও তোমার ন্যায়ে আমাকে উত্তর দাও।
2 তোমার এই সেবাকারীর বিচার কোরো না,কারণ তোমার চোখে কোন প্রাণীই নির্দোষ নয়।
3 শত্রু আমার পিছনে তাড়া করেছে,সে আমাকে চুরমার করে মাটিতে ফেলেছে;অনেক দিন আগেকার মৃত লোকদের মতইসে আমাকে অন্ধকারে বাস করাচ্ছে।
4 সেজন্য আমি নিরাশ হয়ে পড়েছি;আমার ভিতরে আমার অন্তর অসাড় হয়ে পড়েছে।
5 আমি পুরানো দিনের কথা মনে করি,তোমার সমস্ত কাজের বিষয় ধ্যান করি;তোমার হাত যা করেছে তা চিন্তা করি।
6 আমি তোমার দিকে আমার হাত বাড়িয়ে দিই;শুকনা জমির মত আমার প্রাণ তোমার জন্য পিপাসিত।
7 হে সদাপ্রভু, তুমি আমাকে শীঘ্র উত্তর দাও,কারণ আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে রেখো না,যেন মৃতস্থানে যারা নেমে যাচ্ছেআমি তাদের মত হয়ে না পড়ি।