10 তুমি তো রাজাদের জয় দান করে থাক;তোমার দাস দায়ূদকে সর্বনাশা তলোয়ারের হাত থেকেরক্ষা করে থাক।
11 আমাকে রক্ষা কর, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও;তাদের মুখ ছলনার কথায় ভরা;তারা ডান হাত তুলে মিথ্যা শপথ করে।
12 আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে,আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়।
13 আমাদের গোলাঘরগুলো যেন সব রকম খাবারে ভরা থাকে;আমাদের ভেড়াগুলো যেন মাঠের মধ্যেহাজারে হাজারে, লাখে লাখে বাচ্চা দেয়।
14 আমাদের বলদগুলো যেন ভারী ভারী বোঝা টানতে পারে;আমাদের দেয়ালে যেন ফাটল না ধরে,কেউ যেন বন্দী না হয়,রাস্তায় রাস্তায় যেন দুঃখের কান্নার শব্দ না ওঠে।