1 সদাপ্রভুর প্রশংসা হোক। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।
2 আমি সারা জীবন সদাপ্রভুর গৌরব করব;যতদিন আমি বেঁচে থাকব আমার ঈশ্বরের প্রশংসা-গান গাইব।
3 কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপরতোমরা নির্ভর কোরো না;তারা উদ্ধার করতে পারে না।
4 তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়,আর সেদিনই তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।
5 ধন্য সেই লোক, যাকোবের ঈশ্বর যার সাহায্যকারী,যার আশা তার ঈশ্বর সদাপ্রভুর উপর।