3 তারা নাচতে নাচতে তাঁর গৌরব করুক,খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার গান করুক;
4 কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান;তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
5 এই সম্মান লাভ করে ঈশ্বরভক্তেরা আনন্দ করুক;তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক।
6 তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুকআর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
7 যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারেআর সেই সব লোকদের শাস্তি দিতে পারে,
8 যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে,তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়েবাঁধতে পারে,