6 এই হতভাগা সদাপ্রভুকে ডাকল;তিনি তার ডাকে সাড়া দিলেনআর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
7 যারা সদাপ্রভুকে ভক্তি করেসদাপ্রভুর দূত তাদের চারপাশে ছাউনি ফেলেনআর তাদের রক্ষা করেন।
8 স্বাদ নিয়ে দেখ সদাপ্রভু মংগলময়;ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।
9 হে সদাপ্রভুর লোকেরা, তোমরা তাঁকে ভক্তিপূর্ণ ভয় কর,কারণ যারা তাঁকে ভক্তি করেতাদের কোন কিছুরই অভাব হয় না।
10 যুব সিংহদের খাবারের অভাব হয়,তারা খিদেয় কষ্ট পায়;কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছামত চলেতাদের মংগলের অভাব হয় না।
11 ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;আমি তোমাদের শিখাব কি করে সদাপ্রভুকে ভক্তি করতে হয়।
12 তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়?সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়?