গীতসংহিতা 37:22-28 SBCL

22 সদাপ্রভু যাদের আশীর্বাদ করেন তারা দেশের দখল পাবে,কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তাদের ধ্বংস করা হবে।

23 সদাপ্রভুই শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেন;তাদের জীবন দেখে তিনি খুশী হন।

24 পড়ে গেলেও তারা পড়ে থাকবে না,কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে।

25 আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি,কিন্তু ঈশ্বরভক্তদের ত্যাগ করা হয়েছেকিম্বা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছেএমন আমি দেখি নি।

26 ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়;তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে।

27 মন্দতা ত্যাগ কর আর ভাল কাজ কর,তাতে চিরকাল বেঁচে থাকবে।

28 সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;তাঁর ভক্তদের তিনি ত্যাগ করেন না।চিরকাল তাদের রক্ষা করা হবে,কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা হবে।