26 ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়;তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে।
27 মন্দতা ত্যাগ কর আর ভাল কাজ কর,তাতে চিরকাল বেঁচে থাকবে।
28 সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;তাঁর ভক্তদের তিনি ত্যাগ করেন না।চিরকাল তাদের রক্ষা করা হবে,কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা হবে।
29 ঈশ্বরভক্ত লোকেরা দেশের দখল পাবেআর সেখানে চিরকাল বাস করবে।
30 ঈশ্বরভক্তদের মুখ জ্ঞানের কথা প্রচার করে;তাদের জিভ্ ন্যায়বিচারের কথা উচ্চারণ করে।
31 তাদের ঈশ্বরের নির্দেশ তাদের অন্তরে রয়েছে;তাদের পা পিছ্লে যাবে না।
32 দুষ্ট লোকেরা ঈশ্বরভক্তদের জন্য ওৎ পেতে থাকে,তাদের মেরে ফেলার চেষ্টা করে।